হাঙ্গেরির কাছে বিধ্বস্ত ইংল্যান্ড ইতালির জালে পাঁচ গোল জার্মানির

 


ইতালির গোলপোস্টে এভাবেই আক্রমণ করে গোল তুলে নিয়েছে জার্মানি। মুলারের গোলের পরছবি: পিকে 

বরুসিয়া পার্কে তখন ৭০ মিনিটের খেলা চলছিল। ইতালির ডাগ আউটে কোচ রবার্তো মানচিনির মুখটা ধরা হলো ক্যামেরায়।

বিষন্ন মুখে চুপচাপ বসে ছিলেন মানচিনি, যেন আর কিছুই করার নেই!


টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। কদিন আগেই 'লা ফিনালিসিমা'য় আর্জেন্টিনার কাছে তিন গোল হজম করতে হয়। এরপর উয়েফা নেশনস লিগে চার ম্যাচ খেলে ইতালির জয় মাত্র একটি। দুটিতে ড্র করলেও আজ রাতের হারটি যেন মানচিনির বিধ্বস্ত মুখেরই প্রতিচ্ছবি। পুরোনো প্রতিদ্বন্দ্বী জার্মানির কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে ইতালি।

জার্মানির সামনে দাঁড়াতেই পারেনি ইতালি
ছবি: পিকে 

কাতার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে ছিটকে পড়ার পর ভাবা হয়েছিল, মানচিনির ইতালি হয়তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। ইতালি দলকে ঢেলে সাজানোর কথাও বলেছিলেন মানচিনি। কিন্তু নেশনস লিগে চার ম্যাচ ও আর্জেন্টিনার বিপক্ষে হারের ম্যাচে ইতালির খেলা দেখে মনে হতে পারে, বিশ্বকাপে না থাকায় তাঁদের সম্ভবত তেমন একটা দুঃখ নেই!



Post a Comment

0 Comments